Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত
বিস্তারিত
আজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,পাংশা-তে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।এতে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য রাজবাড়ি-২ ও কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ জিল্লুল হাকিম আরও উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী সাঈদা হাকিম,সম্মানিত জেলা পরিষদ চেয়ারম্যান জনাব এ কে এম শফিকুল মোর্শেদ,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব ডা.শারমিন আহমেদ তিথী,উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব মোঃ জালালউদ্দিন বিশ্বাস,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জনাব বেগম রোকেয়া বেগম,চেয়ারম্যান মাছপাড়া ইউনিয়ন পরিষদ জনাব খোন্দকার সাইফুল ইসলাম,পাংশা পৌরসভা কাউন্সিলর জনাব মোঃ ওদুদ সরদার, মুক্তিযোদ্ধা কমান্ডার, মুক্তিযোদ্ধা সংসদ, পাংশা জনাব মোঃ চাঁদ আলী খাঁন সহ অন্যান্য সদস্যগণ এবং প্রিন্ট মিডিয়া প্রতিনিধিগণ।
এসময় মাননীয় সভাপতি ও সংসদ সদস্য জনাব মোঃ জিল্লুল হাকিম হাসপাতালে রোগীদের সেবার মান উন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।তিনি হাসপাতালের বিভিন্ন সমস্যা সমাধান নিমিত্তে কার্যকরী ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।তিনি হাসপাতালের বিভিন্ন স্থান পরিদর্শন পূর্বক হাসপাতালের সার্বিক পরিবেশ ও হাসপাতাল পরিচালনায় সম্মানিত ইউএইচএফপিও মহোদয়ের ভূমিকায় সন্তোষ প্রকাশ করেন।
এসময় উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা.শারমিন আহমেদ তিথী মাননীয় সংসদ সদস্য সহ উপস্থিত সদস্যদের হাসপাতালে বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করেন এবং মাননীয় সংসদ সদস্যকে হাসপাতালের সংযোগ সড়ক পুননির্মাণ করে রোগী ও সাধারণ মানুষের ভোগান্তি লাঘবের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।তিনি এ হাসপাতালটিকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীতকরণে মাননীয় সংসদ সদস্যের ভূমিকার কথা উল্লেখ করে বলেন বর্তমানে পাংশার মত বৃহৎ জনসংখ্যার উপজেলার জন্য এ শয্যা সংখ্যা খুবই অপ্রতুল।উক্ত সময়ে মাননীয় সংসদ সদস্যের সহধর্মিণী জনাব সাঈদা হাকিম বিভিন্ন সময়ে হাসপাতাল পরিদর্শনে রোগীদের ভোগান্তির কথা উল্লেখ করেন।এর প্রেক্ষিতে মাননীয় সংসদ সদস্য পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় বিশিষ্ট আধুনিক হাসপাতাল হিসেবে গড়ে তোলার আশ্বাস প্রদান করেন।
এছাড়া উপস্থিত সকল সদস্যগণ তাদের মূল্যবান মতামত প্রদান করে হাসপাতাল পরিচালনার সার্বিক দিক নিয়ে পর্যালোচনা করেন।
ডাউনলোড
প্রকাশের তারিখ
07/10/2023
আর্কাইভ তারিখ
31/10/2023